ছাতক প্রতিনিধি :: ছাতকে সড়কে বেইলী ব্রীজ ভেঙ্গে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার শেষ রাতে সড়কের মাধবপুর এলাকায় অতিরিক্ত মাল বহনকারী ট্রাক ব্রীজটি পারি দেওয়ার সময় ভেঙ্গে যায়। যার ফলে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ব্রীজের দু’পাশে কয়েক শতাধিক যাত্রীবাহী বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ার খবর পাওয়া গেছে। ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় চরম জনদূর্ভোগে পড়েছেন এই সড়ক পথে যাতায়াতকারী কয়েক সহ¯্রাধিক যাত্রী। এরআগে গত সোমবার রাতেও একই ব্রীজে অতিরিক্ত মালামাল নিয়ে পরিবহন করার সময় বেইলী ব্রীজটি ভেঙ্গে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জানা যায়, ছাতক-সিলেট সড়কের বিভিন্ন স্থানে সড়ক ও জনপথ বিভাগের আওতায় একযোগে ৬টি নতুন ব্রীজ নির্মাণের কাজ চলছে। বুধবার শেষ রাতে অতিরিক্ত বোঝাই করা মালবাহী ট্রাক ব্রীজটি পাড়ি দেওয়ার সময় মাধবপুর অস্থায়ী বেইলী ব্রীজের সাপোর্ট এঙ্গেল খসে পড়ে ব্রীজের মাঝামাঝি অংশ ধ্বসে পড়ে যায়। স্থানীয় লোকজন জানান, প্রায় ৪ মাস পূর্বে পুরাতন ব্রীজ ভেঙ্গে নতুন ব্রীজের কাজ শুরু করে ঠিকাদার। এরপর থেকেই নিয়মিত এসব অস্থায়ী বেইলী ব্রীজ দিয়ে সব ধরনের যানবাহন চলাচল করছে। কিন্তু অধিকাংশ যানবাহন শর্তাবলি মানছেনা বলেই জনসাধারনের ভোগান্তি বাড়ছে।
ছাতক সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এসডিও কাজী নজরুল ইসলাম জানান, প্রতিটি বেইলী ব্রীজের মুখে সড়ক ও জনপথ বিভাগের ‘১০ টনের অধিক মালামাল নিয়ে যাতায়াতের নিষিদ্ধ’ কথাটি লেখা থাকলেও ভারী যানবাহন গুলো ৩৫/৪০টন মালামাল নিয়ে বেইলী ব্রীজ অতিক্রম করায় বার বার এধরনের পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। মেরামতের কাজ চলছে আশা করি দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান হবে।
Sharing is caring!