সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২১
স্টাফ রিপোর্টার :: দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ৪ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ৭টার দিকে দক্ষিণ সুরমা থানার কদমতলী ফেরীঘাটস্থ লিটন মিয়ার কলোনী থেকে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছেন কদমতলী ফেরীঘাট এলাকার মৃত ছবদর আলীর ছেলে খায়রুল ইসলাম (৪০), ছাতক থানার লক্ষীপাশা গ্রামের মৃত কমরু মিয়ার ছেলে আকবর আলী (২৬), দোয়ারাবাজার থানার বাংলাবাজার এলাকার মৃত শহর আলীর ছেলে আফাজ উদ্দিন (৩০) ও ওসমানীনগর থানার হারুন মিয়ার ছেলে মো. জামাল (২৮)। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করেছে।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd