সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, মার্চ ২, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের কানাইঘাটে ১০ হাজার টাকার জাল নোটসহ জালিয়াত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২ মার্চ) দিবাগত দুপুরে উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামন থেকে তাদের গ্রেপ্তার করেছে র্যাব-৯ এর একটি দল।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে উপজেলার মহেশপুর গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে আফতাব উদ্দিন (৫৫) ও নিজ চাওড়া দক্ষিণ গ্রামের মৃত আব্দুল হকের ছেলে আব্দুল জলিল (৩৬)।
মঙ্গলবার র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর শওকাতুল মোনায়েম, সহকারী পুলিশ সুপার (এএসপি) ওবাইন এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) আফসান-আল-আলমের নেতৃত্বে সিলেট জেলার কানাইঘাট থানার কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স এর সামনে থেকে জাল ১০ হাজার টাকা, মানি রিসিপ্ট ১০ বান্ডেল জব্দসহ জালিয়াত চক্রের সক্রিয় সদস্য আফতাব উদ্দিন ও আব্দুল জলিলকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd