বিছনাকান্দিতে পাথর উত্তোলন বন্ধে যৌথ অভিযান

প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, মার্চ ২, ২০২১

বিছনাকান্দিতে পাথর উত্তোলন বন্ধে যৌথ অভিযান

স্টাফ রিপোর্টার :: সিলেটের বিছনাকান্দিতে পাথর উত্তোলনের খবর পেয়ে মঙ্গলবার (২ মার্চ) সেখানে পরিবেশ অধিদপ্তর, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যৌথভাবে অভিযান চালিয়েছে। অভিযানকালে ধ্বংস করা হয়েছে ৫০টি মেশিন। বিষয়টি জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন।

মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত টানা ছয় ঘণ্টা সেখানে যৌথভাবে অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর, র‌্যাব ও বিজিবি। অভিযানকালে ৫০টি পাথর উত্তোলনে ব্যবহৃত যন্ত্র মেশিন ধ্বংস করা হয়।

এ বিষয়ে সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন বলেন, বিছনাকান্দির অবস্থা অত্যন্ত খারাপ। কোনো কোনো স্থানে দেড় থেকে গর্ত করে পাথর উত্তোলন করা হচ্ছে। খবর পেয়ে আজ (মঙ্গলবার) বিছনাকান্দিতে যৌথভাবে অভিযান চালানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিছনাকান্দিতে সাপ্তাহ খানেক থেকে গর্ত করে পাথর উত্তোলনের কাজ শুরু করেন। শুরুতেই আজ পাথর উত্তোলনে ব্যবহৃত যন্ত্র ৫০টি মেশিন ধ্বংস করা হয়েছে। এই অভিযানের পর নিরবে কান্না করছেন মালিক ও শ্রমিকরা। তারা ফিরে দাঁড়ানোর আর কোন সুযোগ নেই।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..