সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট নগরীর ভয়ংকর নারী ছিনতাইকারী পপি এখন সেই আলোচিত পাপিয়ার রূপ নিচ্ছে। সে নগরীর ব্যস্ততম পয়েন্ট ও শপিং মহল গুলোতে ক্রেতাদের মোবাইল ফোন ও ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় এই আলোচিত মহিলা ছিনতাইকারী পপি। মহিলা ছিনতাইকারী পপির নেতৃত্বে পুরো নগরীর বিভিন্ন প্রান্তে ছিনতাই সহ নানা রকম অপকর্ম চালিয়ে যাচ্ছে পপির চক্র। মহিলা ছিনতাইকারী পপি এতোটাই প্রভাবশালী যে পুলিশ প্রশাসন স্থানীয় প্রভাবশালী কাউকে পরোয়া করছে না।
পপির কথা হচ্ছে টাকা থাকলে সবাইকে কেনা যায়, তাহলে কি পপি আলোচিত সেই পাপিয়ার রূপ নিচ্ছে? ছিনতাইকারী পপির মদদদাতা কারা জনমনে প্রশ্ন থেকে যায়। লোক মুখে শুনা যায় ছিনতাইকারী পপির প্রত্যক দিনের আয় ৫০,০০০ হাজার টাকা। এই অবৈধ পন্থায় আয়ের ফলে অল্পদিনে বিপুল সম্পদের মালিক বনে গেছে পপি।
সিলেট উপশহর এইচ ব্লকে পপির ১০ ডিসিমেল জায়গা ও নিজস্ব বিলাস বহুল বাসা রয়েছে আর এই বাসায় দেহ ব্যবসা ও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে জানাযায়, পপির নামে সিলেট শহরের বিভিন্ন থানায় একাধিক চুরি ও ইয়াবা মামলা রয়েছে (যাহার নং-১০/৫৩৪ কোতয়ালী মডেল থানা, যাহার নং-৩/২২৯ কোতয়ালী মডেল থানা)। এমনকি বেশ কয়েক বার পুলিশের হাতে গ্রেফতার হলেও জামিনে মুক্তি পেয়ে বেরিয়ে এসে পপি আরো বেপরোয়া হয়ে উঠছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd