নারীদের প্রশিক্ষণের নামে প্রতারণা, ৫ লাখ টাকা নিয়ে উধাও পরিচালক

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২১

নারীদের প্রশিক্ষণের নামে প্রতারণা, ৫ লাখ টাকা নিয়ে উধাও পরিচালক

ক্রাইম সিলেট ডেস্ক : সিরাজগঞ্জে সেবা ট্রেনিং সেন্টার নামের একটি ভুয়া সংস্থা বিভিন্ন প্রশিক্ষণের নাম করে নারীদের কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছে।

বুধবার (১০ মার্চ) রাতে শহরের দরগা রোডে অবস্থিত (মেডিনোভা হাসপাতালের) সামনে আব্দুল মালেকের ভাড়া দেয়া ট্রেনিং সেন্টারের অফিসে এই ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে এ ঘটনা সম্পর্কে জানা যায়। প্রতারণার এই ঘটনার জন্য সেবা ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালককেই দায়ী করছেন তারা।

প্রশিক্ষণের জন্য ভর্তি হওয়া শহরের একাধিক নারী অভিযোগ করে বলেন, সেবা ট্রেনিং সেন্টার নামের একটি সংস্থা সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণের নাম করে তিনমাসের কোর্সের ভর্তি আবেদন ফরম বাবদ তাদের কাছ থেকে জনপ্রতি ২০৫০ টাকা করে নেয়। এভাবে টাকা নিয়ে প্রায় ২৫০ জন নারীকে কোর্সে ভর্তি করানো হয়। এরপর এই ফরম বাবদ পাওয়া প্রায় পাঁচ লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মিজানুর রহমান।

ভুক্তভোগীরা জানান, গত ১ ফেব্রুয়ারি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি দেখে পরিচালকের নম্বরে যোগাযোগ করেন তারা। পরে অফিসে এসে তারা কোর্সে ভর্তি হন।তিনি (সংস্থাটির নির্বাহী পরিচালক মিজানুর রহমান) ৪৮ জনকে স্টাফ হিসেবে নিয়োগ দেন। পরে আরও ২০০ জনকে ভর্তি করা হয় কোর্সে।

এর আগে সংস্থাটির নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি হলেই সেলাই মেশিন ফ্রি দেয়া হবে। কিন্তু ভর্তি হওয়ার এক মাস পার হয়ে গেলেও কোনো নিয়োগপত্র ও সেলাই মেশিন দেয়া হয়নি বলে জানান প্রতারণার শিকার নারীরা।

ভাড়াবাসার মালিক আব্দুল মালেক বলেন, ‘সেবা ট্রেনিং নামের সংস্থাটি ভুয়া কি-না জানি না। তবে তাদের দেয়া একটি ব্যানারে লাইন্সেস নম্বর-০০৪০১ লেখা রয়েছে। সেই অনুযায়ী সরকার অনুমোদিত ভেবে ওই প্রতিষ্ঠানকে আমি ভাড়া দিয়েছিলাম।’

এ ব্যাপারে সেবা ট্রেনিং সেন্টারের নির্বাহী পরিচালক মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, ‘বিষয়টি সম্পর্কে জেনেছি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার পারভেজ বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। এ বিষয়ে পুলিশকে অবগত করা হয়েছে। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।’

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..