সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২১
নিজস্ব প্রতিবেদক :: সিলেটে পৃথক অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। বৃহস্পতিবার (১১ মার্চ) দিবাগত রাত ৪টার দিকে এয়ারপোর্ট থানাধীন অগ্রণী-১৩১ ছয়েফ খান রোডে অভিযান চালিয়ে মো. আব্দুল আলী উরফে রাজুকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৮০০ গ্রাম গাজাও উদ্ধার করে র্যাবের অভিযানিক দল। গ্রেপ্তারকৃত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রাজু নগরীর অগ্রনী ১৩১ এর ছয়েফ খান রোডের হাজী হরমুজ আলীর পুত্র।
অপরদিকে রাত ১টা ৪০ মিনিটের দিকে একটি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড তাজা গুলি ও ১টি পাইপগানের র্যাবেল সহ শীর্ষ সন্ত্রাসী আবুল কালাম আজাদ উরফে তুহিনকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। তুহিন অগ্রনী ১২৭ এর ছয়েফ খান রোডের নুরুল আলমের পুত্র।
পৃথক দুই অভিযান পরিচালনা করেন র্যাব-৯ এর মেজর মো. শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন ও আফসান আল আলম।
শুক্রবার (১২ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার ওবাইন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd