সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২১
গোয়াইনঘাট প্রতিনিধি :: করোনার টিকা নেওয়ার এক মাস পর ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন গোয়াইনঘাটের সাংবাদিক সুবাস দাস। তিনি টিকা নেওয়ার ৩১ দিন পর গতকাল ১৫ মার্চ সোমবার করোনায় শনাক্ত হন।
সাংবাদিক সুবাস জানান, ঠান্ডা, জ্বর, কাশির উপসর্গ দেখা দেওয়াতে গত ১৪ মার্চ তিনি করোনা পরীক্ষা করালে ১৫ মার্চ রিপোর্ট পজিটিভ আসে।’ বর্তমানে তিনি জ্বর, কাশি ও শরীর ব্যথায় ভুগছেন। রিপোর্ট পজিটিভ আসার আগ থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বাসায় আইসোলেশনে আছেন।
সাংবাদিক সুবাস ১৩ ফেব্রুয়ারি সিলেটের গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার প্রথম টিকা গ্রহণ করেন। অথচ টিকা নেওয়ার এক মাসের মাথায় ১৫ মার্চ তিনি করোনায় আক্রান্ত হন।
করোনা পজিটিভ হওয়ার পর এশিয়ান টেলিভিশনের গোয়াইনঘাট প্রতিনিধি সাংবাদিক সুবাস বন্ধু-বান্ধব, সহকর্মীসহ সকলের নিকট দোয়া ও আশীর্বাদ চেয়েছেন
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd