প্রধানমন্ত্রীর সভাস্থলে বিতর্কিত লিয়াকতের মুক্তি চেয়ে পোস্টার!

প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০১৮

ক্রাইম সিলেট ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার সকালে সিলেটে এসে পৌঁছেছেন। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন তিনি। তন্মধ্যে আলিয়া মাদরাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। প্রধানমন্ত্রীর জনসভাস্থলের পাশেই, আলিয়া মাদরাসার বহির্দেয়ালে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিতর্কিত লিয়াকত আলীর মুক্তি চেয়ে পোস্টার সাঁটানো হয়েছে।

লিয়াকত আলী জৈন্তাপুরে পাথর কোয়ারিতে শ্রমিক হত্যা মামলার প্রধান আসামি। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। এছাড়া সিলেটের আদালত চত্বরে দুই সাংবাদিকের উপর হামলা মামলার আসামিও লিয়াকত।

লিয়াকত আলীর মুক্তি চেয়ে লাগানো পোস্টারের নিচে লেখা রয়েছে ‘প্রচারে: জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ’।

তবে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা জানান, এই পোস্টারের বিষয়ে তারা কিছুই জানেন না। বিতর্কিত এবং হত্যা মামলার আসামির মুক্তি চেয়ে এভাবে প্রধানমন্ত্রীর সভাস্থলে পোস্টার কারা লাগিয়েছে, তা তাদের বোধগম্য নয়।

নামপ্রকাশে অনিচ্ছুক ওই নেতারা এতে ক্ষোভও প্রকাশ করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..