সিলেটে হোটেল তিতাস থেকে নারীসহ আটক ১০, ধরাছোঁয়ার বাইরে মূলহোতা বাবুল

প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২১

সিলেটে হোটেল তিতাস থেকে নারীসহ আটক ১০, ধরাছোঁয়ার বাইরে মূলহোতা বাবুল

স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীতে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে পুরুষ ৭ জন ও নারী ৩ জন। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলাম। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।

এদিকে, বুধবার আটককৃত এই ১০ আসামীকে আদালতে হাজির করা হয়। কিন্তু পতিতাদের দালাল চক্রের মূলহোতা বাবুল উরফে হিন্দু বাবুল ধরাছোঁয়ার বাইরে। বাবুল বাহিরের তরুণীদের সিলেট নগরীর আবাসিক হোটেল গুলোতে পাচার করে। তার প্রদান আস্তানা হচ্ছে হোটেল তিতাস। তার রয়েছে একটি বিশাল চাঁদাবাজ চক্র। এই চত্রের মাধ্যমে সে হোটেল সংগ্রহ করে নেয়। পতিতা সর্দার বাবুলকে গ্রেফতার করলেই সিলেটে পতিতা নিয়ন্ত্রণ করা সম্ভব।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানার একদল পুলিশ নগরীর হুমায়ুন রশিদ চত্বরস্থ হোটেল তিতাসে অভিযান চালায়। এ সময় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৩ নারী এবং ৭ জন পুরুষকে আটক করে পুলিশ।

আটককৃতরা হেলন, গাজীপুর টঙ্গীর আ: সালামের মেয়ে সাথী খাতুন (২০), লালমনিহাট কালীগঞ্জ এর বাসিন্ধা রফিকুল ইসলামের মেয়ে রুনা বেগম (২৬), মিরপুর, ১০নং এলাকার বাসিন্ধা নুরুল ইসলামের মেয়ে রিমি বেগম (২১), গোয়াইনঘাটের পাঁচপাড়া গ্রামের ছমি আলীর ছেলে তালহা আহমদ (২২), গোলাপগঞ্জ থানার হেতিমগঞ্জ ধরা গ্রামের লিয়াকত আলীর ছেলে আহাদ মিয়া (১৮), একই এলাকার বাসিন্ধা আব্দুল কাইয়ুম (১৮), একই থানার মোল্লাগ্রামের মো: বরকত আলীর ছেলে শাহিন মিয়া (৩০), কানাইঘাটের ঠাকুরেরমাটি গ্রামের তমজিদ আলীর ছেলে জুবেল উদ্দিন (২০), মোগলাবাজার থানাধীন গোটাটিকর এলাকার বাসিন্ধা মো: লাক মিয়ার ছেলে হেলাল মিয়া (২৬), বিবাড়ীয়া সদরের মেহেদী হাসান (২২)। সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখা থেকে প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..