নামের পূর্বে ডক্টর ব্যবহার করার অনুমতি পেলেন চার নার্স

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২১

নামের পূর্বে ডক্টর ব্যবহার করার অনুমতি পেলেন চার নার্স

ক্রাইম সিলেট ডেস্ক :: নার্সিং শিক্ষায় উচ্চতর ডিগ্রি অর্জন করায় চার নার্সকে নামের আগে ডক্টর ব্যবহার করার অনুমতি দিয়েছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর।

মঙ্গলবার (২৩ মার্চ) অধিদপ্তরের প্রশাসন ও শিক্ষা বিভাগের পরিচালক মোহাম্মদ আবদুল হাই স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে নিম্নবর্ণিত নার্সিং কর্মকর্তাকে তাঁদের নামের পূর্বে ডক্টর (ড.) উপাধি ব্যবহার করার নির্দেশক্রমে অনুমতি প্রদান করা হলো।’

উপাধি পাওয়ার নার্সরা হলেন, রাজধানীর ৫০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নার্সিং সুপারভাইজার সাজিদা খাতুন, বরিশাল নার্সিং কলেজের নার্সিং ইস্ট্রাক্টর মো. হুমায়ুন কবির সিকদার, বগুড়া নার্সিং কলেজের ডেমনেস্ট্রেটর ফাহিমা খাতুন ও ঢাকা নার্সিং কলেজের নার্সিং ইস্ট্রাক্টর মঞ্জু আরা খাতুন।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব, জাতীয় নার্সিং উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক ও ৫০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..