সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট অবৈধ আইসক্রিম কারখানার বিরুদ্ধে অভিযানে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৫ মার্চ) দিনব্যাপী সিলেটে অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে নগরীর ৪টি আইসক্রিম কারখানাকে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
মো. আমিরুল ইসলাম মাসুদ জানান, বৃহস্পতিবার নগরীর নাইওরপুল এলাকার শিল্পী আইসক্রিম কারখানায় গিয়ে দেখা যায়- ময়লার ড্রেনের পাশে অবস্থিত একটি টিনের চাউনিতে গড়ে তুলা হয়েছে কারখানাটি। এখানে রং হিসেবে আইসক্রিমে মেশানো হচ্ছে মারাত্মক ডাই কালার। পাশাপাশি দুধের বদলে মেশানো হচ্ছে কাপড়ে ব্যবহারযোগ্য এরারুট। এসময় কারখানাটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে জিন্দাবাজার এলাকার পিওর আইসক্রিম কারখানায় গেলে দেখা যায় যে- দরজা বন্ধ করে মালিকসহ সবাই পালিয়ে গেছে। এসময় পেছনের দরজা দিয়ে প্রবেশ করে ধরা পড়ে ভয়াবহ চিত্র। কারখানাটিতে তৈরিকৃত আইসক্রিমে বিষাক্ত রং ও এরারুটের পাশাপাশি মেশানো হচ্ছে বিভিন্ন অনুমোদনহীন ফ্লেবার। দুধের আইসক্রিমে ডিপ ফ্রিজ পূর্ণ থাকলে নেই দুধের কোনো ছিটেফোটাও। শ্রমিকদের পরনে ছিলো না কোনো ধরণের সুরক্ষাসামগ্রী। এসময় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই ধরণের অপরাধ ও সরকারি লাইসেন্স না থাকায় নগরীর বাগবাড়ি এলাকার নূরানী আইসবারকে ৩০ হাজার ও তেমুখী এলাকায় বন্ধু আইসক্রিম কারখানাকে আরো ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd