বিশ্বনাথে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত নারীর মৃত্যু

প্রকাশিত: ১২:৫১ পূর্বাহ্ণ, মার্চ ২৯, ২০২১

বিশ্বনাথে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত নারীর মৃত্যু

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত নারী দিলারা বেগমের (৬০) মৃত্যু হয়েছে।
রোববার (২৮মার্চ) সন্ধ্যায় ঢাকার বঙ্গবন্ধু মেডিকেলের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন। তিনি উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের দিনমজুর ওয়ারিছ আলীর স্ত্রী।

তার লাশ বাড়িতে আনা হচ্ছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের প্রতিবেশী আব্দুল বাতিন।

জানা গেছে, গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের দিনমজুর ওয়ারিছ আলীর বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত হন, দিনমজুর ওয়ারিছ আলী (৭০), স্ত্রী দিলারা বেগম (৬০), পুত্র মঈনুল ইসলাম (২৬), ফয়সল আহমদ (২৩), মৃত সিতাব আলীর পুত্র নাঈম আহমদ (১৭) ও আনছার আলীর পুত্র কামরান মিয়া (২২)।
আহতদের মধ্যে মঈনুল ইসলাম, ফয়সল আহমদ ও দিলারা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওইদিন উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেলের বার্ণ ইউনিটে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় ৬দিন পর দিলারা বেগম মারা যান।

এদিকে, বাকি আহতরা আশংকামুক্ত হলেও মইনুল ইসলামের অবস্থা আশংকাজনক রয়েছে। তিনি এখনো লাইফসাপোর্টে রয়েছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..