সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০১৮
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের মোগলাবাজারে বালুভর্তি ট্রাকচাপায় এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত যুবকের নাম লায়েক আহমদ। সে মোগলাবাজারের কানদেবপুর গ্রামের আব্দুল আহাদের ছোট ভাই ।
পুলিশ সুত্রে জানা গেছে, মোগলাবাজার বাজারের মাঠের পাশের রোডে বালুভর্তী একটি ট্রাক মোটর সাইকেল আরোহী ২ জনকে চাপা দিলে পিছনে বসা ২৫ বছরের এক যুবক ঘটনাস্থলে নিহত হয়।
মোগলাবাজার থানার পুলিশ কর্মকর্তা জানান, ২৪/২৫ বছরের এক যুবক নিহত হয়েছে। লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
এদিকে দূর্ঘটনার পরপর এই সড়কে মারাত্মক যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে জানা গেছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd