সিলেট ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, মে ১২, ২০২১
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে সরকারি রাস্তার বড় দুটি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক আব্দুল হান্নানের বিরুদ্ধে। তিনি উপজেলার শিমুলতলা গ্রামের মৃত হেকিম উল্লার ছেলে।
রোববার (৯ মে) সিলেটের জেলা প্রশাসক বরাবরে তার বিরুদ্ধে লক্ষাধিক টাকা মূল্যের দু’টি গাছ কাটার লিখিত অভিযোগ দিয়েছেন শিমুলতলা গ্রামবাসী। আর ঐ লিখিত অভিযোগে শিমুলতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা কমান্ডার তৈয়ব আলী, মুরব্বী রইছ আলী, আব্দুল হক, আকবর আলী, আপ্তাব আলী, ফাহিম আহমদ রিপনসহ ৭২জন বাসিন্দাদের স্বাক্ষর রয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিশ্বনাথ খাজাঞ্চী রোডের ‘মোরাবাজার টু শিমুলতলা-টুকেরকান্দি’ সড়কের লক্ষাধিক টাকা মূল্যের শীল করই ও রেইনট্রি জাতের দু’টি গাছ কেটে বিক্রি করে দিয়ে টাকা আত্মসাৎ করেছেন জাপা নেতা আব্দুল হান্নান।
(১ মে) শনিবার দিনদুপুরে গাছ কেটে নিতে দেখে তারা (গ্রামবাসীর) মৌখিক অভিযোগে এসিল্যান্ড ও তহশিলদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সত্যতাও পেয়েছেন। তাই তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা না নিলে রাস্তার বাকি গাছগুলোও কেটে ফেলার আশংকা রয়েছে।
তবে, অভিযোগ মিথ্যা দাবি করেছেন জাপা নেতা আব্দুল হান্নান। তিনি গাছ কাটার বিষয়টি স্বীকার করে সাংবাদিকদের বলেন, যারা অভিযোগ করেছে তারা চাঁদাবাজ। তাদেরকে চাঁদা না দেওয়ায় তারা মিথ্যা অভিযোগ করেছে। এছাড়া অভিযোগকারীদের বিরুদ্ধে তার পূর্ব বিরোধও রয়েছে।তার দাবি, ‘শাপলা সমাজকল্যাণ যুব সংঘের সদস্যরা তৎকালীন সময়ে বিশ্বনাথ এলজিইডির সঙ্গে চুক্তিমতে গাছ রোপণ করেন। বর্তমানে তিনি ঐ সংঘের সভাপতি হওযায় গাছগুলো কেটে বিক্রির পর বিক্রয়কৃত ৯ হাজার টাকা সরকারি কোষাগারে জমাও দিয়েছেন।
জেলা প্রশাসক বরাবরে অভিযোগের অনুলিপি পাওয়ার বিষয়টি স্বীকার করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিচ্ছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd