সিলেট ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, জুন ৩, ২০২১
গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাটে পৃথক বজ্রপাতে এক কিশোর, ১টি মহিষ ১টি গরুর মৃত্যু। ৩ জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলার লেঙ্গুড়া পুর্ব আলীরগাঁও ইউনিয়ন এসব ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানাগেছে গোয়াইনঘাটে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তামিম মিয়া (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
নিহত তামিম মিয়া গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের লেঙ্গুড়া গ্রামের নুরুল আমিন (কটাই)’র পুত্র। পারিবারিক সুত্রে জানাযায় বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে বাড়ির পাশে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রাপাতে তার মৃত্যু হয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আহমেদ বজ্রপাতে কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে ৩জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলার পুর্ব আলীরগাঁও ইউনিয়নের কাকুনাখাই (খলা) গ্রামের প্রবাসী নজরুল ইসলাম’র প্রায় লক্ষাধিক টাকা মূল্যের ১টা মহিষ বজ্রপাতে মারাযায়।
অপরদিকে একইসময়ে উপজেলার কাকুনাখাই (হুদপুর) গ্রামের কৃষক আব্দুল মালিকের প্রায় ৪০হাজার টাকা মূল্যের ১টি গাভী বজ্রপাতে মারাযায়।
বিষয় দু’টি নিশ্চিত করেছেন যুবনেতা শাহেদ আহমদ রাজা এবং বিশিষ্ট মুরব্বি আব্দুল খালিক।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd