ক্রাইম সিলেট ডেস্ক : নতুনধারা বাংলাদেশ-এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, এ্যাড. নূর নবী পাটেয়ারীর নেতৃত্বে কমলাপুর রেল স্টেশন সহ বিভিন্ন স্থানে নতুনধারার ৭ শতাধিক কম্বল বিতরণ। ৩ ফেব্রুয়ারী ভোর সাড়ে ৩ টা থেকে নতুনধারা বাংলাদেশ-এনডিবি ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রধান সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সৌজন্যে রাজধানীর খিলগাঁও, বাসাবো সহ বিভিন্ন স্থানে পথশিশু, দুঃস্থ্য ও এতিমদের মাঝে কম্বল বিতরণায়োজনে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, রাজনীতিকে দূর্বত্তদের হাত থেকে মুক্ত করতে তারুণ্যের রাজনীতির কোন বিকল্প নেই; বিকল্প নেই উত্তরাধিকারের রাজনীতিকে ‘না’ বলারও। এছাড়াও শেরপুর, ময়মনসিংহ, জামালপুর ও বরিশালের বিভিন্ন উপজেলায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র প্রদান করেন নতুনধারার কেন্দ্রীয় ও স্থানিয় নেতৃবৃন্দ।
Sharing is caring!