সিলেটে হঠাৎ খালেদার সাথে দেখা করলেন সামছুজ্জামান

প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০১৮

সিলেট :: সিলেট বিএনপির এক অপ্রতিরোধ্য নাম অ্যাডভোকেট সামসুজ্জামান জামান। নিখোঁজ বিএনপি নেতা ও সাবেক সাংসদ এম ইলিয়াস আলীর একনিষ্ট অনুসারী এই নেতা দীর্ঘদিন ধরে ছিলেন ইংল্যান্ডে।

সোমবার হঠাৎ করেই দেখা মিললো তাঁর। সিলেট সার্কিট হাউসে যখন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা অবস্থান করছিলেন, ঠিক এমন সময় খালেদা জিয়ার সাথে জামানকে কুশল বিনিময় করতে দেখা গেছে।

তাঁর সাথে সিলেট জেলা ও মহানগর বিএনপির আরোও কয়েকজন নেতাকেও দেখা গেছে।

সোমবার রাতে সিলেটের দুই ওলি শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) এর মাজার জিয়ারত করে খালেদা জিয়া রুমে সিলেট সার্কিট হাউসের দ্বিতীয়তলার ভিভিআইপি রুমে অবস্থান করছিলেন। তখনই বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামান দলের চেয়ারপার্সনের সাথে দেখা করেন। কুশল বিনিময় করেন। এসময় তিনি খালেদা জিয়ার সাথে সেল্ফিও তোলেন।

সামসুজ্জামানের সার্কিট হাউসে উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি নেতা ও সিটি কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদি। তবে তিনি সঠিক করে বলতে পারেননি জামান কবে দেশে ফিরেছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2018
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  

সর্বশেষ খবর

………………………..