সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০১৮
সিলেট :: সিলেটের বাউল অঙ্গণের এক পরিচিত মুখ বাউল শিল্পী বশির উদ্দিন সরকারের লেখা “প্রেমসাগরে” বইয়ের মোড়ক উন্মোচন সোমবার (৫ ফেব্র“য়ারি) বিকাল ৫টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়। মেলার মূল মঞ্চে নাগরিক জোট সিলেটের সহযোগিতায় শুরু হয়। শ্রীহট্ট প্রকাশ থেকে প্রকাশিত বাউল বশির উদ্দিন সরকারের “প্রেমসাগরে” বইয়ের মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি একুশে পদকপ্রাপ্ত প্রবীণ লোকসংগীত শিল্পী সুষমা দাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি তুষার কর, বাউল আব্দুর রহমান, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য মুকাদ্দেস বাবুল, সিলেট শিল্প ও বণিক সমিতির পরিচালক মুকির হোসেন চৌধুরী, নাট্য সংগঠক হুমায়ূন কবির জুয়েল, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, প্রকাশক জিবলু রহমান, দর্পন থিয়েটারের ফয়ছল মোহাম্মদ মহসিন, কবি নজরুল ইসলাম রানা, দেলওয়ার হোসেন খান ।
নাগরিক জোটের সভাপতি হুমায়ুন কবির চৌধুরীর সঞ্চালনায় শুরুতেই অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন বাউল বশির উদ্দিন সরকার। এসময় তিনি বলেন, গতকাল ছিল আমার ৫৪তম জন্মবার্ষিকী। শ্রীহট্ট প্রকাশ তার ৭৪টি গান নিয়ে প্রেমসাগরে বইটি প্রকাশ করেছে। এ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তাঁর শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্খীদের ভালাবাসায় তিনি মুগ্ধ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাউল সূর্য লাল, বাউল তোতা মিয়া, রওশন জলিল কুরেশী, বাউল শিতন বাবু, মাহবুব আলম চৌধুরী, নাগরিক জোটের আব্দুল কাইয়ূম, জুনেদ আহমদ, জাকির হোসেন, সমির চৌধুরী, শাহ নেওয়াজ, বাউল জাহাঙ্গির আলম, নাসির উদ্দিন, আকবর আলী শাহ, নোমান আহমদ প্রমুখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd