সিলেট ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২১
নিজস্ব প্রতিবেদক :: অন্তঃসত্ত্বা গৃহবধূকে বস্তায় ভরে নদীতে ডুবিয়ে হত্যাচেষ্টা মামলায় স্বামী আবু তাহের জান্নাতকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার জানান, গ্রেফতার আবু তাহের জান্নাত জেলার দোয়ারাবাজারের চৌধুরীপাড়া গ্রামের সাজিদুল মিয়ার ছেলে।
এর আগে রোববার তাহিরপুর থানায় হত্যাচেষ্টার শিকার তিন মাসের অন্তঃসত্ত্বা মাইফুল নেছা বাদী হয়ে স্বামী, শ্বশুর, দেবরসহ পাঁচজনের নামে একটি মামলা করেন।
প্রসঙ্গত গত শুক্রবার সন্ধ্যায় যৌতুকের দাবি মেটাতে না পারায় হাত-পা মুখ স্কেচটেপ দিয়ে বেঁধে বস্তায় ভরে ভাঙার খাল নদীতে ডুবিয়ে হত্যাচেষ্টা করা হয় তিন মাসের অন্তঃসত্ত্বা মাইফুল নেছাকে।
মামলার তদন্তকারী কর্মকর্তা তাহিরপুর থানার এসআই গোলাম হক্কানী জানান, মামলায় অভিযুক্ত অন্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd