সিলেট :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, স্বেচ্ছাসেবক দল সিলেট জেলার আহবায়ক অ্যাড. সামসুজ্জামান জামানের বাসায় পুলিশ তল্লাশীর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শাহপরান (রহঃ) থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক দীপক রায় ।বুধবার (৭ ফেব্র“য়ারি) বিকেলে এক বিবৃতিতে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গনতন্ত্র পুনরুদ্ধানের আন্দোলনে ঐক্যবদ্ধ্য হয়ে রাজপথে যখন নেতাকর্মীরা ঝাপিয়ে পড়েছে, সেই সময়ে ত্যাগী নেতা-কর্মীদের বাসা-বাড়ীতে তল্লাশীর নামে পুলিশী হয়রানী চালিয়ে জনমনে ভীতি সঞ্চার করছে।
বিএনপি নেতা এড.সামসুজ্জামান জামানের বাসায় পুলিশী তল্লাশী ও ভাংচুরের তীব্র নিন্দা জানাই।
এ ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য আইনশৃংখলা বাহিনীর প্রতি আহবান জানাচ্ছি”।