সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০১৯
কুলাউড়া প্রতিনিধি : গত রোববার কুলাউড়া থানাধীন ২নং ভুকশিমইল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নবাবগঞ্জ বাজারে তানজিনা ভ্যারাইটিজ ষ্টোর সংলগ্ন একটি নির্মানাধীন ভবনে কথা কাটাকাটির জের ধরে রাজা মিয়া (৩০), পিতা-এলাইছ মিয়া, মাতা- উস্তারুননেছা, গ্রাম- আলালপুর নামক একজনসহ আরো ১০/১২জন মারাত্মকভাবে জখমপ্রাপ্ত হন এবং পরবর্তীতে রাজা মিয়া সহ ৩ জনের অবস্থা খারাপ হলে তাদেরকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়, তাদের মধ্য থেকে রাজমিস্ত্রী রাজা মিয়ার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ঢাকা বঙ্গবন্ধু হাসপাতালে নিয়ে যাওয়ার পর গত রোববার সকালে তিনি মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত রাজা মিয়া আলালপুর গ্রামের স্থানীয় বাসিন্দা এবং পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন। গত ২৮ মার্চ বৃহস্পতিবারে প্রতিদিনের মতো তাঁহার স্থানীয় নবাবগঞ্জ বাজারে তানজিনা স্টোর সংলগ্ন নির্মাণাধীন নতুন ভবনে কাজ করতে বের হন। ভবনে কাজ চলাকালীন অবস্থায় প্রখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজ তুহিন মোহাম্মদ তুহিন মিয়া (২৮) , পিতা: মোঃ সফাওত মিয়া, মাতা-মিসেস লায়লা বেগম, সাকিন-ভুকশিমইল, ডাকঘর- ভুকশিমইল, থানা-কুলাউড়া, জেলা মৌলভীবাজার গং কর্মরত শ্রমিকদের কাছে চাঁদা দাবী করেন। রাজমিস্ত্রী রাজা মিয়া তাদের দাবিকৃত চাদার টাকা দিতে অস্বীকৃতি প্রকাশ করলে, সমূহ সশস্ত্র সন্ত্রাসী বাহিনী কর্মরত শ্রমিকদের উপর অতর্কিতভাবে আক্রমণ চালায়। এতে রাজা মিয়াসহ ১০/১২ জন শ্রমিক মারাত্মক জখমপ্রাপ্ত হন। মোহাম্মদ তুহিন মিয়া তাহার হাতে থাকা লোহার রড রাজা মিয়ার মাথা লক্ষ্য করিয়া বারি দেন এতে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়েন রাজা মিয়া। পরবর্তীতে স্থানীয়রা পুলিশকে ফোন দেন এবং পুলিশ এসে ঘটনাস্থল নিয়ন্ত্রণে আনে এবং আহত শ্রমিকদেরকে কুলাউড়া হেলথ কমপ্লেক্সে পাঠায়। এতে ৩ জনের অবস্থা আশংকাজনক হলে তাদেরকে এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয় এবং গুরুতর আহত রাজা মিয়ার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা বঙ্গবন্ধু হাসপাতালে প্রেরণ করা হয় এবং সেখানে চিকিৎসারত অবস্থায় গত ৩১/০৩/২০১৯ ইং তারিখ রোববার সকাল ৯টায় তাহার মৃত্যু হয়।
এ ব্যাপারে পুলিশের সাথে কথা বললে পুলিশ জানায়, ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ০৫ জনের নামে মামলা করেছেন এবং মামলায় উল্লেখিত আসামীরা হলো ঃ ১। মাহাম্মদ তুহিন মিয়া (৩১) , পিতা: মোঃ সফাওত মিয়া, ২। তায়েফ আহমদ (১৯), পিতা: মোঃ সফাওত মিয়া, উভয় গ্রাম : ভুকশিমইল, ৩। আশরাফুল ইসলাম (১৬), পিতা: ইন্তাজ আলী, গ্রাম: শশারকান্দি, ৪। শাকিল আহমদ (১৯), পিতা: আব্দুল আজিম, গ্রাম: ভুকশিমইল, সর্বথানা-কুলাউড়া, ৫। মুজিবুর রহমান (৩০), পিতা: মো: ইলিয়াছ আলী, গ্রাম: হাশিমপুর, থানা: জুড়ি, সর্বজেলা: মৌলভীবাজার। আসামীরা বর্তমানে পলাতক রয়েছে, পুলিশ তাদেরকে দ্রুত গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd