সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২২
স্টাফ রিপোর্টার : সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগের উপ-কমিশনার ফয়সল মাহমুদ ও মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস ইউনিটের নায়েক সফি আহমেদ রাষ্ট্রপতি পুলিশ (সেবা) পদক (পিপিএম) পেয়েছেন।
২০২১ সালে অপরাধ নিয়ন্ত্রন, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরনের মাধ্যমে প্রসংশনীয় অবদানের জন্য ফয়সল মাহমুদ উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) সেবা পদক এ ভূষিত হয়েছেন। ফয়সল মাহমুদ সিলেট মহানগরীর যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত করণ, সড়কের শৃঙ্খলা ফেরাতে এবং স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে ট্রাফিক সচেতনতা বৃদ্ধি করতে ট্রাফিক এডুকেশন নেটওয়ার্ক (টেন) পরিচালনার মাধ্যমে বাংলাদেশ পুলিশসহ সর্বমহলে প্রসংশীত হয়েছেন।
রোববার (২৩জানুয়ারি) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন তাকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক, পিপিএম-সেবা’ প্রদান করেন।
অপরদিকে পুলিশ সপ্তাহ ২০২০ এ ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) সেবা’ পদকে ভূষিত হয়েছেন আত্মমানবতার সেবায় মানবিক পুলিশিং’র জন্য সিলেট মেট্রোপলিট পুলিশের মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিসের নায়েক সফি আহমদ।
প্রসঙ্গত: ২০২০ খ্রিস্টাব্দে করোনা মহামারী কালীন অসুস্থদের সেবা চিকিৎসা, হাসপাতালে স্থানান্তর, মৃতদের দাফন কাফন সম্পন্ন, এসএমপির ঊর্ধ্বতন অফিসারদের সার্বিক দিক নির্দেশনা মানবিক পুলিশিং কার্যক্রমে সরবরাহকৃত ত্রাণ সামগ্রী এবং সিলেট মহানগরীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আর্থিক কল্যাণ- সাহায্য সমূহ মানবিক টিম সিলেট ‘বীর হিরো ও মানবিক টিম সিলেট’ সংগঠনের মাধ্যমে দরিদ্র ও অসহায়দের ত্রাণ ও খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেয়া, করোনা আক্রান্তদের প্লাজমা সেল সরবরাহ করা, বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করে চিকিৎসার্থে দেয়া।
সর্বোপরি এসএমপি পুলিশ কমিশনার মো.নিশারুল আরিফের সার্বিক দিক নির্দেশনা, সহযোগিতা এবং তত্ত্বাবধানে পুলিশ ব্লাড ব্যাংকের মাধ্যমে সিলেট মহানগরীসহ বিভিন্ন এলাকার মানুষের জরুরী প্রয়োজনে ডোনারের মাধ্যমে রক্তদান কর্মসূচি অব্যাহত রাখাসহ সরকারি দায়িত্ব ও কর্তব্য পালনের মাঝে বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করেছেন নায়েক সফি আহমেদ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd