সিলেটে কৃষি ও খাসজমির মাটি কেটে সাবাড়

প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২২

সিলেটে কৃষি ও খাসজমির মাটি কেটে সাবাড়

নিজস্ব প্রতিবেদক :: সিলেট সদরের বটেশ্বর এলাকার হাতুড়া-চুয়াবহর এলাকায় শীত মৌসুমে অবৈধভাবে মাটি কেটে একটি মহল পরিবেশের বিপর্যয় ঘটাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি সিলেটের জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, পরিবেশ অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়সহ অন্যান্য সরকারি গুরুত্বপূর্ণ দফতরে এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করেছেন শাহপরাণ থানার চুয়াবহর হাতুরা গ্রামের সৈয়দ আরজান আলীর ছেলে সৈয়দ রুহুল আমিন ( ৩৯)।
অভিযোগ সূত্রে জানা গেছে, বটেশ্বর মৌজার প্রায় ১লক্ষ ৯৮ হাজার ৭২০ শতক কৃষি জমির মধ্য থেকে এসএ খতিয়ান ১০৬১, ১০৬৩, ১০৭৮, ১০৮৪, ১০৯২, ২১০৫, ২১১০, ২১১২ ও ২১১৪ নম্বরের বিভিন্ন দাগের সরকারি খাস জমি, খালবিল, নালাসহ বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন কৃষি জমি থেকে এক্সেভেরটর দিয়ে মাটি কেটে নিয়ে বিভিন্ন ইটভাটাসহ অন্যান্য কাজে বিক্রি করছেন এই এলাকার হাতুরা গ্রামের মৃত সজ্জাদ আলীর ছেলে কামাল উদ্দিন (৪৫), মৃত ফরিজ আলীর ছেলে সুহেল আহমদ (৪০) ও সুফিয়ান আহমদ (৩০), আতাউর রহমনের ছেলে খাদিমপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজান উদ্দিন, মৃত বশির উদ্দিনের ছেলে আশরাফ উদ্দিন রাজিব (৩৫), মৃত রিয়াছদ আলীর ছেলে সাবেক মেম্বার এনামুল হক এনাম। সাধারণ মানুষ বাধা দিলেও তারা কোন বাধা না মেনে উল্টো নানাভাবে হয়রানি করেন। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কৃষি ও সরকারি খাস জমি থেকে মাটি কেটে বিক্রি করে তারা এখন লাখ লাখ টাকার মালিক। কেউ কেউ কোটিপতিও হয়েছেন। প্রতি বছর শীত মৌসুম এলেই তাদের মাটি বহনের ট্রাকসহ্য অন্যান্য যানবাহনের কারণে সাধারণ মানুষ চলাফেরা করতে পারেন না। ধুলো উড়িয়ে এমন যন্ত্রণাদায়ক অবস্থার সৃষ্টি করা হয় যে, মানুষ ঘুমাতেও পারেন না। বিষয়টি নিয়ে গত ৪ ডিসেম্বর তাদের সাথে রুহুল আমিন কথা বলতে চাইলে তারা তাকে প্রণানাশের হুমকি দেন। এ ব্যাপারে আমি শাহপরাণ থানায় একটি সাধারণ ডায়রিও করেন তিনি। কিন্তু এখনো পুলিশের কোন পদক্ষেপ চোখে পড়েনি বলেও জানান তিনি। তাছাড়া গত ৭ জানুয়ারি বাড়ি যাওয়ার পথে রেজান উদ্দিন ৫ দিনের মধ্যে জিডি প্রত্যাহার না করলে ট্রাক দিয়ে পীষে মারা ও পরিবারের সদস্যদের ক্ষতি সাধনের হুমকি দেন।
এতসব হুমকি ধমকি পেয়ে নিজের এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে তিনি বাধ্য হয়ে এসএমপি কমিশনার বরাবর গত ৮ জানুয়ারি একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
তিনি এলাকাবাসীর স্বার্থ, পরিবেশ ও কৃষিজমি সুরক্ষা এবং তার নিজের এবং পরিবারের সদস্যদের নিরপত্তা রক্ষায় সংশ্লিষ্ট সবার প্রতি জোর দাবি জানান।
এ ব্যাপারে জানতে চাইলে প্রধান অভিযুক্ত কামাল উদ্দিন কৃষি জমির মাটি কাটার অভিযোগ অস্বীকার করে প্রতিবেদককে ঘটনাস্থল পরিদর্শনের অনুরোধ জানান। তিনি বলেন, সরকারি কোন জমি নয়। ব্যক্তি মালিকানাধিন খাল বিল থেকে কিছু মাটি তুলে বিক্রি করা হচ্ছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেয়া অভিযোগটি তদন্তের জন্য সহকারি ভূমি কমিশনার ফারিয়া সুলতানাকে দায়িত্ব প্রদান করেন।
তবে কাজ শুরু করেছেন কি না, এ তথ্য দিতে অস্বীকার করেছেন এই কর্মকর্তা।
তার বিরুদ্ধে যে, অবৈধ মাটি ব্যবসায়ীদের প্রশ্রয় দেয়ার অভিযোগ উঠছে, সেই প্রশ্নের কোন সুযোগই দেন নি।
আর করোনা আক্রান্ত জেনেও সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের মোবাইলে কল দিলেও তিনি রিসিভ করেন নি।
এদিকে হত্যার হুমকি সংক্রান্ত ব্যাপারে শাহপরাণ থানায় দায়েরকৃত রুহুল আমীনের জিডি সম্পর্কে ওসি সৈয়দ আনিসুর রহমান তাৎক্ষনিক কিছু জানাতে পারেন নি। এ ব্যাপারে খোঁজ নিয়ে জানাবেন বলে আশ্বাস দেন তিনি।
তবে কাজ শুরু করেছে পরিবেশ অধিদফতরের সিলেট বিভাগীয় কর্মকর্তার কার্যালয়। বিভাগীয় পরিচালক এমরান হোসেন জানান, এ ব্যাপারে শুনানির জন্য আগামী ৭ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করা হয়েছে। উভয় পক্ষকে রেজিস্ট্রি ডাকে চিঠি দিয়েছি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

January 2022
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

………………………..