নগরজুড়ে ঘাতক ট্রাক’র রামরাজত্ব

প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২২

নগরজুড়ে ঘাতক ট্রাক’র রামরাজত্ব

নিজস্ব প্রতিবেদক :: ঘাতক ট্রাকের রামরাজত্ব সিলেট নগরজুড়ে। গত বছরের মাঝামঝিতে শাবিছাত্রসহ ৩ জনকে হত্যার পরও নিয়ন্ত্রনে আসেনি ট্রাক। অবাধে চলছে, পার্কিং করছে নগরের যত্রতত্র। এমনটি ভিআইপি রাস্তা সিলেট সার্কিট হাউসের সামনেও। সিলেট নগরের রাস্তাঘাট তুলনামূলক সরু। তাই যানজট, জনজট, ও দুর্ঘটনা এড়াতে শহরের কেন্দ্রে ট্রাকের প্রবেশ নিষিদ্ধ। রাতের এক সময়ে মালপত্র লোড আনলোড করার জন্য কিছু কিছু মার্কেট ও বানিজ্যিক এলাকায় ট্রাক প্রবেশ করার অনুমতি থাকলেও ট্রাক পার্কিং করে রাখার কোন অনুমতি নেই। ট্রাক রাখার জন্য আলাদা ট্রাক টার্মিনালও রয়েছে নগরের দক্ষিণ সুরমায়। কিন্তু এসব বিধি নিষেধ উপেক্ষা করেই নগরজুড়ে অবাধে পার্কিং করা হচ্ছে ট্রাক।
বিশেষ করে ভিআইপিদের আসা যাওয়া ও অবস্থানের একমাত্র স্থান নগরের সার্কিট হাউস ও রেস্ট হাউসের চারদিকে ট্রাক পার্কিং করা হচ্ছে। এমনকি সাকিট হাউসটি অবরুদ্ধ করে রাখা হয়েছে ট্রাক দিয়ে। গতকাল বিকেলে সরেজমিনে গেলে এমন চিত্র ফুটে ওঠে সাংবাদিকের সামনে। এছাড়াও নগরের কালীঘাটে রয়েছে সরকারী পাইলট স্কুল। এ স্কুলের সামনের রোডে সবসময় ট্রাক জ্যাম লেগে থাকে। ফলে ছাত্রছাত্রী শিক্ষক ও পরীক্ষার্থীরা সময় মত স্কুলে পৌছাতে পারেন না। এমনকি পরীক্ষার সময়ও ছাত্রছাত্রীদের ঠেলে চলাচল করে থাকে ঘাতক ট্রাক।
নগরের শিবগঞ্জ, টিলাগড়, চৌকিদেখী সুবিদবাজার, মদিনা মার্কেটসহ প্রায় সর্বত্রই ট্রাক পার্কিং করে থাকলে ট্রাফিক পুলিশ এ বিষয়ে কোন পদক্ষেপ নেয়নি। অভিযোগ পাওয়া গেছে, এসএমপির টাফিক বিভাগের কতিপয় অসাধু কর্তা-ব্যক্তি মোটা অংকের বখরার বিনিময়ে নগরজুড়ে ট্রাক পার্কিং এর সুযোগ করে দিচ্ছে। এ বিষয়ে এসএমপি ডিসি (ট্রাফিক) ফয়সল মাহমুদের বক্তব্য নিতে রাতে তার সেলফোনে কল দিলে তিনি সাংবাদিকের মোবাইল ফোন রিসিভ করেন নি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2022
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728  

সর্বশেষ খবর

………………………..