সিলেট ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২২
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট নগরীর বারুতখানা থেকে চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুর রউফ দোহা সুমন ওরফে সুমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে বারুতখানায় অভিযান চালিয়ে সিলেট কোতোয়ালি থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সুমন বারুতখানার উত্তরণ-৫৩ নম্বর বাসার মৃত আব্দুল খালিক সফেজ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গত ৭ ফেব্রুয়ারি জেলরোডের সিলকো টাওয়ারের ব্যবসায়ী আতিকুর রহমান চৌধুরীর কাছে গ্রেপ্তারকৃত সুমন ১০ লাখ টাকা চাঁদা দাবী করে। ব্যবসায়ী আতিকুর রহমান চৌধুরী বারুতখানার উত্তরণ ১৭/১ নম্বর বাসার মৃত আব্দুল মজিদ চৌধুরীর ছেলে। সুমন ওই ব্যবসায়ীর কাছে বিভিন্ন সময়ে চাঁদা চেয়ে আসছিলেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওই দিন তার বাসায় সুমন দলবল নিয়ে হামলা চালায়। হামলায় ওই ব্যবসায়ীর পরিবারের সদস্যরা আহত হন। এ ঘটনায় পর দিন সিলেট কোতোয়ালি থানায় একটি মামলা (নং ১৭) দায়ের করা হয়। ওই মামলায় সুমনকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা সিলেট কোতোয়ালি মডেল থানার এসআই মিজানুর রহমান জানান, সুমন একজন চিহ্নিত চাঁদাবাজ। তার বিরুদ্ধে ৪টি মামলাসহ ৬/৭টি জিডি আছে। ব্যবসায়ী আতিকের দায়ের করা চাঁদাবাজি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন,‘ সুমন ওরফে সুমিনকে চাঁদাবাজির ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ ( শনিবার) বিকেল ৩টায় আদালতে পাঠানো হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd