সিলেট ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২২
ক্রাইম সিলেট ডেস্ক : সয়াবিন তেলের দাম বেড়েই চলেছে। খুচরা বাজারে দাম বেড়ে এখন প্রতি লিটার বিক্রি হচ্ছে ২শ’ থেকে ২১০ টাকা। এমন অবস্থায় বিপাকে পড়েছেন এদেশের খেটে খাওয়া মানুষ। গরিব মানুষরা এই অতি প্রয়োজনীয় তেল কিনতে পারছেন না।
এই ঘটনা নিয়ে ভীষণ চটেছেন হিরো আলম। তাইতো গানে গানে প্রতিবাদ জানিয়েছেন তিনি।
হিরো আলম বললেন, হঠাৎ সয়াবিন তেলের দাম বাড়ল কেন? সাধারণ খেটে খাওয়া মানুষের কষ্ট সরকারকে বুঝতে হবে। গরিব অসহায় মানুষের আজ নাভিশ্বাস দশা।
তিনি আরও বলেন, আমার এই গানে গরিবের কষ্টের কথা তুলে ধরার পাশাপাশি প্রতিবাদও রয়েছে। আমি চাই সয়াবিন তেলসহ অন্যান্য জিনিস পত্রের দাম কমানো হোক। দ্রব্যমূল্যের দাম মানুষের নাগালের ভেতরে আসুক।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd