সিলেটে গ্রেফতার দুই ভুয়া পীর

প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২২

সিলেটে গ্রেফতার দুই ভুয়া পীর

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটে দুই ভুয়া পীরকে গ্রেফতার করেছে মহানগর পুলিশের জালালাবাদ থানা পুলিশ। তারা হলেন, দক্ষিণ সুরমার খোজারখোলার হেলাল মিয়ার ছেলে রিপন মিয়া (৩৫) ও জামাল আকন্দের ছেলে ফয়সাল আহমদ (২০)।

আজ শনবিার ( ১২ মার্চ ) ভোর সাড়ে পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণ সুরমার খোজারখোলা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন জালালাবাদ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা ) নাজমুল হুদা খান।

তিনি জানান, তারা দু’জন নিজেকে পীর দাবি করে নগরীর বিভিন্ন এলাকায় মানুষকে প্রতারণা করে তাদের টাকা-পয়সা ও সোনাগহনা হাতিয়ে নিয়ে পালিয়ে যেতো। এমনই এক ঘটনার প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলেন এক নগরীর মদিনা মার্কেট এলাকার এক মহিলা।

তার অভিযোগের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। প্রতারিত ঐ মহিলার বরাত দিয়ে ওসি নাজমুল হুদা খান আরও বলেন, কিছুদিন আগে তার অসুস্থ সন্তানকে ভালো করে দেয়ার জন্য তারা বাসা থেকে স্বর্ণের গহনা নিয়ে আসতে বলেন। মহিলা কিছু গহনা নিয়ে গেলে সেটিতে তারা ঝাড়ফুঁক দিয়ে একটি পোটলায় বেঁধে মহিলাকে ফিরিয়ে দেয়।

রিপন ও ফয়সাল মহিলাকে বলে দেয় বাড়ি ফিরে সন্ধ্যার দিকে পোটলা খুলে গহনা ব্যবহার করতে হবে। তাদের কথামতো তিনি সন্ধ্যার দিকে পোটলাটি খুললে সেখানে আর গহনা স্বর্ণের গহনা পাওয়া যায়নি। সেটি নকল কিছু দেখে মহিলাটির মাথায় আকাশ ভেঙে পড়ে।

তিনি পুলিশের কাছে ছুটে গিয়েছিলেন। এ ব্যাপারে জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ( নং ৭, ১২/০৩/২২)। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও শনিবার রাতে সিলেট প্রতিদিনকে জানান ওসি নাজমুল হুদা খান।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

March 2022
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ খবর

………………………..