সিলেট ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২২
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে মসজিদের ছাঁদ পরিস্কার করতে গিয়ে ছাঁদ থেকে পড়ে মসজিদের মোতাওয়াল্লী মাস্টার রইছ উদ্দিন (৬০) নামের আহত হয়েছেন।
তিনি উপজেলার লামাকাজি ইউনিয়নের আতাপুর গ্রামের মৃত মুজেফর আলী ছেলে এবং লামাকাজী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, সৎপুর কামিল মাদরাসার সভাপতি। আজ শুক্রবার (১৫ এপ্রিল) সকাল ৯টার দিকে আতাপুর জামে মসজিদে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মসজিদের ছাঁদ থেকে মুসল্লি আহত হওয়ার সত্যতা স্বীকার করে লামাকাজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া বলেন, মাস্টার রইছ উদ্দিন সাহেব আজ শুক্রবার সকালে তাদের গ্রামের মসজিদের ছাঁদ পরিস্কার করতে গিয়ে পা ছিটকে গিয়ে ছাঁদ থেকে নিচে পড়ে যান।
এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। তাকে এক নজর দেখতে হাসপাতালে লোকজন ভীর করছেন। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে রয়েছেন। আহত মুসল্লির সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd