সিলেট ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২২
নিজস্ব প্রতিবেদক :: হত-দরিদ্র ও অসহায় রোগীদের কল্যানে সাহায্য চাইলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মানবিক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভুঁইয়া। হাসপাতালের রোগীকল্যাণ সমিতির তহবিল সমৃদ্ধ করেণে জোরালো উদ্যোগ নিয়েছেন তিনি। কোটি টাকার লক্ষ্য পূরণে রোগীকল্যাণ সমিতির তহবিলে সমাজের হৃদয়বান ব্যক্তিবর্গের দান অনুদান চাইলেন তিনি। এ লক্ষ্য অর্জনে পবিত্র মাহে রমজানে রোগীকল্যাণ সমিতির তহবিলে দান অনুদান ও যাকাত প্রদানের আহ্বান জানিয়েছেন তিনি।
পরিচালক ব্রিঃ জেঃ ডা. মাহবুবুর রহমান ভুঁইয়া জানান- দীর্ঘপ্রায় অর্ধশতাব্দি কাল ধরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে একটি রোগীকল্যাণ সমিতি। এই সমিতির মাধ্যমে হত-দরিদ্র, দুঃস্থ, অজ্ঞাতনামা রোগী ও পরিত্যাক্ত শিশুদের চিকিৎসায় ঔষধ, চিকিৎসা সরঞ্জামাদি ক্রয় ও ইনভেস্টিগেশন ফি পরিশোধে ১৯৬৯ সাল থেকে সহায়তা করা হয়ে থাকে। এই সমিতি থেকে রোগীদের Counselling এবং Guidance সেবাও প্রদন করা হয়ে থাকে। দানশীল, সচেতন ও আলোকিত নাগরিক এবং বিভিন্ন সংগঠন বা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত দান ও যাকাতের মাধ্যমে এই সমিতির তহবিল গঠিত হয়ে থাকে। কিন্তু প্রতিবছর সংগৃহীত দান ও যাকাত রোগীদের চিকিৎসার প্রয়োজনের তুলনায় নিতান্তই অপ্রতুল। গত ২০২০-২০২১ অর্থবছরের সমিতি সহায়তা করতে পেরেছে মাত্র ২২ লাখ ৫১ হাজার ৭০৮ টাকা। বিগত প্রায় ৫৩ বছর ধরে সুহৃদ ব্যক্তি ও প্রতিষ্ঠান রোগীকল্যাণ সমিতির তহবিল সমৃদ্ধ করতে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছেন। এ বছর হত-দরিদ্র ও অসহায় রোগীদের চিকিৎসা সহায়তায় যাকাত বাবদ রোগীকল্যাণ সমিতির তহবিলে ১ কোটি টাকা সহায়তার লক্ষ্য পূরণ করতে চান তিনি। তাই সমিতির পক্ষ থেকে তিনি হৃদয়বান ও দানশীল ব্যক্তিবর্গের আর্থিক ও মানবিক সহায়তা কামনা করেছেন।
উল্লেখ্য, যাকাত ও আর্থিক অনুদান গ্রহণের জন্য রয়েছে রোগীকল্যাণ সমিতির একটি ব্যাংক একাউন্ট। একাউন্টটি হচ্ছে:- ‘রোগীকল্যাণ সমিতি (দান অনুদান) হিসাব নং-৫৬১৭৬০১০১২২১৮, সোনালী ব্যাংক লিমিটেড, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা, সিলেট’। যোগাযোগ-সভাপতি রোগীকল্যাণ সমিতি মোবাইল-০১৭৪৩-৮৮৯৯১৯, ফোন-০২৯৯৬৬৩১২১৩।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd