সিলেট ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২১, ২০২২
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি পর্যটন স্পট জিরো পয়েন্ট থেকে রাতের আঁধারে পাথর হরিলুট করার খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার আজ রাত আনুমানিক ৯ টায় একশো থেকে দেড়শো বারকি নৌকা পর্যটন স্পট জিরো পয়েন্ট থেকে এমন কি কোন কোন নৌকা বর্ডার করচ করে পাথর তুলতে ভারতীয় সীমানায় ঢুকে পড়ে। বিছনাকান্দি সীমান্ত বিজিবির ধাওয়া খেয়ে পাথর লোটকারীরা এলোমেলো হয়ে পালিয়ে যায় আবার কেউ কেউ ভারতীয় সীমানায় লুকিয়ে পড়ে।ভারতীয় বি এস এফ ও কাউকে আটক করতে পারে। এমনও ধারণা করা হচ্ছে। কেউ কেউ জানান এটা নতুন কিছু নয়।বিছনাকান্দি জিরো পয়েন্ট থেকে রাতের আঁধারে অহরহ পাথর চুরি হয়।যার জন্য পর্যটন স্পট পড়ছে হুমকির মুখে পর্যটকরা হচ্ছে পর্যটন বিমুখ। নাম প্রকাশে অনিচ্ছুক এক টুরিস্ট পুলিশ সদস্য ও রাতে পাথর চুরির কথা জানান এবং বলেন আমরা অসহায় আমাদের কিছুই করার নেই।
এ ব্যাপারে জানতে চাইলে বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার সুরুজ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিরো পয়েন্টে টহলরত বিজিবি সদস্যরা ফাঁড়িতে খবর দিলে আমরা আরো বিজিবি সদস্যদেরকে নিয়ে তাদের ধাওয়া করি।আমাদের ধাওয়া খেয়ে তারা এলোপাতাড়ি ছুটে পালিয়ে যায়। আমরা ২০ টি নৌকা আটক করি এবং আরো ২০ /২৫ টি নৌকা পানিতে তলিয়ে যায়। কিছু দুর্বত্তরা ভারতীয় সীমানায় ঢুকে পড়ে। তাই ভারতীয় বি এস এফ ও কাউকে আটক করতে পারে। তবে বর্তমানে সঠিক কিছু বলা যাচ্ছে না।
এদিকে এই বার্কি শ্রমিকরা আনফরের ভাঙ্গায় পাথর বিক্রি করতে আসলে বাধার পড়েন। অনেকে আবার পুলিশের হাতে আটকও হন। তবে রহম দহম থাকায় কৌশলে ছাড় পেয়ে যান। নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান, সেইভ বন্ধ থাকায় তারা মানবেতর জিবন যাপন করছেন। বিদায় জীবনের ঝুকি নিয়ে জিরো পয়েন্ট এলাকা থেকে পাথর উত্তলন করে আনফরের ভাঙ্গায় নিয়ে গাড়িতে বিক্রি করে তাদের সংসারে সন্তানদের মুখে আহার তোলে দেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd