সিলেট ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:৩০ পূর্বাহ্ণ, মে ৩, ২০২২
সিলেটের গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সদস্য, প্গোয়াইনঘাট রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির গোয়াইনঘাট প্রতিনিধি সুবাস দাস ডৌবাড়ি ইউনিয়নবাসী সহ দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
সুবাস দাস এক বিবৃতিতে জানান- রমজান মাস শেষে মুসলিম উম্মাহর ঘরে ঘরে আনন্দের বার্তা নিয়ে আসছে পবিত্র ঈদুল ফিতর। সুনীল আকাশে এক ফালি বাঁকা চাঁদ মুসলিম নারী-পুরুষ, ধনী-গরীব সকলকে ভাসিয়ে দেবে আনন্দের স্রোতে। পবিত্র ঈদুল ফিতরের এই শুভক্ষণে প্রান প্রিয় দেশবাসীসহ বিদেশের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ সকল মুসলিমের জীবনে বয়ে আনুক অনাবিল খুশি আর আনন্দ। আসুন ধনী- গরিব মিলে মিশে একে অপরের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করি।
তিনি বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে সবার মাঝে আসে পবিত্র ঈদুল ফিতর। দিনটি বড়ই আনন্দের ও খুশির। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে, গ্রামগঞ্জে, সারা বাংলায়, সারা বিশ্বে। এ দিন সকল শ্রেণিপেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। ঈদ সবার মধ্যে গড়ে তুলে সৌহার্দ, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ইসলামের মর্মার্থ ও অন্তর্নিহিত তাৎপর্য মানবতার মুক্তির দিশারি হিসেবে দিকে দিকে ছড়িয়ে পড়ুক। শান্তি আর সৌহার্দে ভরে উঠুক বিশ্ব।-বিজ্ঞপ্তি
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd