সিলেট ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, মে ৬, ২০২২
নিজস্ব প্রতিনিধিঃঃসিলেটের জাফলংয়ে পর্যটকদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৫ জনকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
শুক্রবার (৬ মে) দুপুরে গোয়াইনঘাট থানা পুলিশ তাদেরকে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক ইয়াসমিন বেগম বিকালে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার (৫ মে) দুপুরে নারায়ণগঞ্জ থেকে জাফলং ঘুরতে আসেন একদল পর্যটক। এ সময় টিকিট কাউন্টারের সামনে পর্যটকদের বাকবিতণ্ডা হয় স্বেচ্ছাসেবকদের। এরই একপর্যায়ে পর্যটকদের ওপর হামলা চালায় স্বেচ্ছাসেবকরা। এতে দুই নারীসহ পাঁচ পর্যটক আহত হন। তাৎক্ষণিক অভিযান চালিয়ে পাঁচ আসামিকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় সুমন সরকার নামের এক পর্যটক বাদী হয়ে মামলা দায়ের করেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd