সিলেট ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২২
‘ইংল্যান্ডের অনারেবল সোসাইটি অব লিংকনস ইন’ থেকে ব্যারিষ্টার এট-ল ডিগ্রী অর্জন করায় সিলেট জেলা আইনজীবী সমিতির আইনজীবীদের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে বাংলাদেশ সুপ্রিমকার্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিষ্টার মোহাম্মদ কামরুজ্জামান সেলিমকে।
শুক্রবার (১৯ আগস্ট) রাত নয়টায় সিলেটের উপশহরস্ত হোটেল বেলী গার্ডেন উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।সিলেট বারের সাবেক সাধারণ সম্পাদক এড.ফজলুল হক সেলিমের সভাপতিত্বে এবং এড.আল আসলাম মুমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বারের সভাপতি এড.শামসুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ, সংবর্ধিত অতিথির পিতা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক উসমান গনি, জেলা বারের সাধারণ সম্পাদক এড. মাহফুজুর রহমান, এড আশিক উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে আইনজীবীরা ব্যারিস্টার সেলিমকে ফুলেল শুভেচ্ছা জানান।
প্রধান অতিথি এড.শামসুল হক বলেন, সিলেট বারের সদস্য মোহাম্মদ কামরুজ্জামান সেলিম বার-এট ল ডিগ্রি প্রাপ্ত হয়েছেন জানতে পেরে সিলেট বারের আইনজীবীগনসহ আমরা সবাই উৎফুল্ল। তিনি ব্যারিস্টার কামরুজ্জামান সেলিমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
সংবর্ধিত অতিথির পিতা উসমান গণি অনুভূতি প্রকাশ করতে গিয়ে আইন পেশায় নিয়োজিত সিলেট জেলা বারের সকল আইনজীবীদের উচ্চ প্রশংসা করেন এবং তার ছেলের কৃতিত্বের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এড.এডভোকেট হাসান আহমেদ, সিরাজুল হক, লিয়াকত আলী, নুর আহমেদ, আজিম উদ্দিন, হুসায়নুর রাহমান লায়েছ, আবু সালেহ চৌধুরী, শামিম আহমদ, রাজ্জাক খান রাজ, মোবারক হোসেন, হেদায়েত হোসেন তানভীর, আনিছুর রহমান, দেলোয়ার হোসেন, নাদিম রহমান প্রমুখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd