পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ব্যাপক সমালোচনা : কড়া জবাব দিলেন মুক্তি-শামীম

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২২

পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ব্যাপক সমালোচনা : কড়া জবাব দিলেন মুক্তি-শামীম

ক্রাইম সিলেট ডেস্ক: সিলেটের কৃতিসন্তান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপিকে নিয়ে একটি বক্তব্যের জেরে ব্যাপক সমালোচনা হচ্ছে। এমন সমালোচনার কড়া জবাব দিয়েছেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ।

 

সমালোচনার জবাবে মুক্তি ও শামীম লিখেন- ‘সিলেট বাসীর গর্ব, সিলেটের কৃতি সন্তান, সিলেটের উন্নয়নের রূপকার, যিনি সাবেক জাতি সংঘের স্থায়ী প্রতিনিধি হয়ে বাংলাদেশ ভাবমূর্তি উজ্জ্বল করেছিলেন বিশিষ্ট কূটনীতিবিদ, একজন কর্মঠ নিষ্ঠাবান আদর্শবান সাদা মনের মানুষ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা প্রতিষ্ঠা করার লক্ষ্য সততা নিষ্ঠার সাথে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র নায়ক জননেত্রী শেখ হাসিনার নির্দেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে যাচ্ছেন। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত পদ প্রার্থী নৌকা প্রতীক নিয়ে সিলেট-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সিলেটের মাটি ও মানুষের নেতা আলোকিত সিলেটের স্বপ্নদ্রষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল পররাষ্ট্রমন্ত্রী আমার পরম শ্রদ্ধাভাজন অভিভাবক জননেতা ড. একে আবদুল মোমেন এমপি মহোদয় আপনি আমাদের গর্ব আমাদের অহংকার। পররাষ্ট্রমন্ত্রীর জন্য সিলেটবাসী ধন্য।’

 

জানা যায়- চট্টগ্রামে জন্মাষ্টমীর এক অনুষ্ঠানে আলোকিত সিলেটের স্বপ্নদ্রষ্টা ড. মোমেন বলেছেন- ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, সেটি করতে ভারত সরকারকে অনুরোধ করেছি।’ এ বক্তব্যের পর ড. মোমেনকে নিয়ে সমালোচনা সৃষ্টি হয়। ব্যাপক সমালোচনার পর ড. মোমেন সেই বক্তব্যের ব্যাখ্যা করেন।

 

ব্যাখ্যায় তিনি বলেন- ‘আমি বলেছি, কিছু কিছু লোক সময় সময় অনেক উস্কানিমূলক কথাবার্তা বলে। আপনার দেশেও কিছু দুষ্টু লোক আছে, আমার দেশেও দুষ্টু লোক আছে। তারা তিলকে তাল করে। আপনার সরকারের একটা দায়িত্ব হবে এবং আমার সরকারেরও দায়িত্ব আছে যে তিলকে তাল করার সুযোগ সৃষ্টি না করে দেওয়া। আমরা যদি এটা করি তাহলে সম্প্রীতি থাকবে। আমাদের মধ্যে কোনো ধরনের অস্থিরতা থাকবে না। আমি বলেছি, আমরা চাই শেখ হাসিনার স্থিতিশীলতা থাকুক। এই ব্যাপারে আপনার সাহায্য করলে আমরা খুব খুশি হবো।’

ক্রাইম সিলেট/রায়হান

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

August 2022
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ খবর

………………………..