সিলেট ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২২
নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতাল ঢিলেঢালাভাবে শুরু হয়েছে। হরতালে সিলেট নগরীর সব সড়কেই যান চলাচল প্রায় স্বাভাবিক। অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান শুরু হয়েছে স্বাভাবিক নিয়মে। তবে বাম জোটের ডাকা হরতালের কারণে অন্যান্য দিনের তুলনায় যান চলাচল কিছুটা কম রয়েছে। হরতালের কারণে দূরপাল্লার বাস চলাচল কিছুটা কমও হলেও ট্রেন এবং বিমান চলাচল স্বাভাবিক রয়েছে ।
এদিকে, বিএনপিও এ হরতালকে সমর্থন করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালের সমর্থনে গতকাল রাজধানী ঢাকার মুক্তি ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সব শ্রেণির মানুষকে অর্ধদিবস হারতাল পালনের আহ্বান জানান নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। হরতালের সমর্থনে দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হবে বলে নেতারা জানান।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd