সিলেট ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২২
নিজস্ব প্রতিবেদক :: সিলেট জেলা পরিষদ নির্বাচনে ১০ নং ওয়ার্ডে সদস্য পদপ্রার্থী হিসাবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য ও গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সুবাস দাস।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাজনিতীবিদ ও জনপ্রতিনিধিদের সাথে নিয়ে সদস্য পদপ্রার্থী হিসাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এসময় উপস্থিত ছিলেন ৪ নং লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, ৯নং ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, উপজেলা যুবলীগ নেতা গোলাম করিম শমীম, গোলাম কিবরিয়া রাসেল, লেঙ্গুড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মাসুক আহমদ, আগামী ১৭ অক্টোবর ২০২২ইং তারিখের নির্বাচনে আমি আপনাদের দোয়া, আশির্বাদ সহযোগিতা ও ভোট প্রত্যাশী।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে নন্দিরগাঁও,তোয়াকুল ও রুস্তুমপুর ইউনিয়নকে বাইরে রেখে ৯ টি ইউনিয়ন নিয়ে ঘটন করা হয়েছে জেলা পরিষদের ৫নং ওয়ার্ড। ইউনিয়ন গুলির মধ্যে পশ্চিম জাফলং, পূর্ব জাফলং, লেঙ্গুড়া,পূর্ব আলিরগাঁও, ফতেহপুর, ডৌবাড়ী, পশ্চিম আলীরগাঁও, মধ্য জাফলং ও গোয়াইনঘাট সদর ইউনিয়নের জনপ্রতিনিধি, উপজেলা পরিষদের ৩ জনপ্রতিনিধি মিলিয়ে ১২০ ভোট রয়েছে।
গত মঙ্গলবার (২৩ আগস্ট) নির্বাচন কমিশন এ জেলা পরিষদত নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর দেশের ৬১টি জেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হবে।
নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৯-২১ সেপ্টেম্বর। আপিল নিষ্পত্তি ২২-২৪ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। ভোটগ্রহণ ১৭ অক্টোবর। ভোট চলবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে।
নির্বাচনে সংশ্লিষ্ট জেলা প্রশসকগণ রিটার্নিং কর্মকর্তার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার-জেলা নির্বাচন অফিসার।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd