সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সে উপজেলা ঢাকাদক্ষিণ কানিশাইল গ্রামের মৃত কুটু মনার পুত্র রেহান উদ্দিন(৩৫)। টানা তিন দিন একটি বাড়ীতে আটকে রেখে যুবতীকে ধর্ষণ করে অনত্র নিয়ে যাওয়ার সময় গত শনিবার বিডিআর সদস্যদের সদস্যদের সহযোগীতায় ধর্ষককে আটক করে পুলিশের সোপর্দ করে। এ এ ঘটনায় ওই যুবতী বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেছে।
পুলিশ জানায়, ধর্ষক রেহান দীর্ঘ দিন থেকে বিভিন্ন স্থানের নারীদের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে আসছে। এসব ঘটনায় রেহান উদ্দিনের বিরুদ্ধে সিলেট মেট্টোপলিটন ও জুড়ী থানায় পৃথক পৃথক নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে। সর্বশেষ গত ৩দিন থেকে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মাটিকাটা এলাকার জনৈক ব্যক্তির কন্যাকে বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে রেহানের বাড়ীতে নিয়ে আসে। ৩দিন জোরপূর্বক ধর্ষণের পর ভয় দেখিয়ে অনত্র নিয়ে যাওয়ার সময় বিয়ানীবাজার বিডিআর ক্যাম্পের নিকটে পৌঁছালে ভিকটিম চি’কার শুরু করে। এসময় বিজিবি‘র সদস্যসহ স্থানীয়রা এগিয়ে এসে রেহানকে আটক করে বিয়ানীবাজার থানায় পুলিশের হাতে সোপর্দ করলে সেখানে থেকে রেহানকে গোলাপগঞ্জ মডেল থানায় প্রেরণ করা হয়। এ ব্যাপারে ভিকটিম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রেহানকে অভিযুক্ত করে মামলা (নং- ১০, তাং- ১৭.০২.১৮) দায়ের করেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd