সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
নিজস্ব প্রতিবেদক : আসন্ন সিলেট সিটি কর্পোরেশন ও জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী নির্ধারনে নতুন করে সিদ্ধান্তে পৌঁছেছে বাংলাদেশ আওয়ামী লীগ। যদিও সে সিদ্ধান্ত এখনো আনুষ্ঠানিকতা পায়নি। অচিরেই সেটা আনুষ্ঠানিকতা পাবে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জনমত যাচাই-সহ নানাবিধ পর্যবেক্ষন ও পর্যালোচনার পর আওয়ামী লীগ আগামী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী দিচ্ছে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (অবঃ) ছহুল হোসাইনকে । মাঠ পর্যায়ের অনুসন্ধ্যানের পর সরকার বিরোধী প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতায় সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের প্রতিদ্বন্দ্বিতা ও বিজয় অনেকটা ঝুঁকিপূন। এমনটা প্রতীয়মান হওয়ায় তার বদলে আরো শক্তিশালী প্রার্থী সাবেক নির্বাচন কমিশনার ও সিলেট নগরীর বাসিন্দা ছহুল হোসাইনকেই সিলেট সিটি কর্পোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থী করা হচ্ছে। কিন্তু নির্বাচন বঞ্চিত করা হচ্ছে না সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানকে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য অন্যান্য প্রার্থীদের চেয়ে জনপ্রিয়তায় সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের পরিচিতি ও জনপ্রিয়তা বেশি হওয়ায় তাকেই সিলেট-১ আসনে সাংসদ প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের হাইকমান্ডের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd