সিলেট ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২২
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেট বিভাগীয় গণসমাবেশ সফলের আহ্বান ১৯ নভেম্বরের সিলেট বিভাগীয় সমাবেশকে সফলের লক্ষ্যে গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাও ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরওয়ার সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস শুকুর মেম্বারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার।
সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুর রশিদ মেম্বার, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক ডাঃ মাসুক আহমেদ। এছাড়া সভায় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম বলেন, ১৯ নভেম্বরের বিভাগীয় গণসমাবেশ সফল করতে গোয়াইনঘাট উপজেলার প্রতিটি ইউনিটকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে। সকল বাধা উপেক্ষা করে সমাবেশে পৌঁছতে হবে। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd