সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:৫৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২২
নবীগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বান্দের বাজার নামক স্থানে গত শনিবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল কে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামীলীগের মধ্যে তুমুল সংঘর্ঘের সৃষ্টি হয় এতে উভয় পক্ষের অনেকেই গুরুতর আহত হয়।আহতদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।ঐদিন রাতে চিকিৎসারত অবস্থায় অতিরিক্ত রক্ত ক্ষরনের কারণে আওয়ামীলীগ নেতা আনকার মিয়ার ছেলে ইমন খান মারা যান।এব্যাপারে বান্দের বাজারের শীর্ষ আওয়ামীলীগ নেতা খালিক মিয়া জানান স্থানীয় বান্দের বাজারের ক্ষমতা দখল কে কেন্দ্র করে ১৫ জানুয়ারী ২০২২ ইং তারিখে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।আওয়ামীলীগের কাছ থেকে ক্ষমতা চিনিয়ে নেওয়ার লক্ষ্যে পূর্ব পরিকল্পিত ভাবে পিস্তল, রামদা,চাপাতি নিয়ে সুসজ্জিত হয়ে মিছিল বের করে। আমরা তারের বাধা দিলে আমাদের উপর আক্রমণ চালায়,এতে উভয় পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ সৃষ্টি হয়।খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ এসে ফাকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জের সাথে কথা বললে তিনি জানান মামলার পরিপ্রেক্ষিতে সমির দাস(৩৫) পিতা মৃত ক্ষীরদ দাস,টিটু দাস(২১) পিতাঃ সুনীল দাস দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই।বাকি আসামীদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে এবং বর্তমানে ঘটনা স্থলে পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd