সিলেটে মণিপুরি পরিবারের জমি দখলচেষ্টার অভিযোগ

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২২

সিলেটে মণিপুরি পরিবারের জমি দখলচেষ্টার অভিযোগ

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট নগরের শিবগঞ্জে এক মণিপুরি পরিবারের জমি দখলচেষ্টার অভিযোগ উঠেছে। আজ রোববার ভোরে শিবগঞ্জ আদিত্যপাড়ায় এস রিনা দেবী নামের এক নারীর উত্তরাধিকারসূত্রে পাওয়া জমি স্থানীয় লোকজন দখলের চেষ্টা করেন। পরে বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে আসে। এ সময় দখলকারী চক্রটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

রিনা দেবী শিবগঞ্জ আদিত্যপাড়ার বাসিন্দা মৃত অমৃত সিংহের স্ত্রী। ওই জমি (৪৪ শতক) নিয়ে মামলা চলছে বলে জানিয়েছেন রিনা দেবীর মেয়ে অজন্তা অমৃত সিনহা। এর মধ্যে ২৪ শতক জমি রিনা দেবীর দখলে আছে।

রিনা দেবীর পরিবারের লোকজন বলেন, উত্তরাধিকারসূত্রে পাওয়া ওই জমি তাঁরা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। তবে সম্পত্তি থেকে বিতাড়িত করতে হামলা ও নির্যাতনের ঘটনা ঘটেছে। আজ সকালে শিবগঞ্জ, টিলাগড়সহ আশপাশের এলাকার এজাজ রহমান, মুহিবুর রহমান, ইকবাল হোসেন, মোর্শেদুল ইসলাম, ইশতাক ওরফে ইশতিয়াক আহমদ, যীশু রায়সহ শতাধিক লোক তাঁদের ওই জমি দখলের চেষ্টা করেন। এতে তাঁরা বাধা দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় রিনা দেবীর পরিবারের লোকজন পুলিশকে খবর দিলে দখলকারী চক্রের লোকজন সেখান থেকে পালিয়ে যান।

অজন্তা অমৃত সিনহা বলেন, এর আগেও ভূমি দখলকারী চক্রটি জমি দখলের জন্য একাধিকবার চেষ্টা করেছেন। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এর আগেও একাধিকবার থানায় লিখিত অভিযোগ ও সাধারণ ডায়েরি করা হয়েছে। দখলকারী চক্রটি তাঁদের বিভিন্নভাবে হুমকি–ধমকি দিয়ে আসছে। আজ সকালের ঘটনায় তাঁরা থানায় লিখিত অভিযোগ করবেন।

অভিযোগের বিষয়ে এজাজ রহমান বলেন, তাঁর ফুফুতো ভাই আবদুল আজিজ বিবদমান জমিটি রিনা দেবীর স্বামীর কাছ থেকে ১৯৮৮ সালে কিনে নিয়েছেন। আবদুল আজিজ প্রবাসী হওয়ায় তিনি (এজাজ) ওই জায়গার তত্ত্বাবধানে ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ওই জমির হোল্ডিং ট্যাক্স, পানির বিল ও বিদ্যুৎ বিল তাঁরা পরিশোধ করে আসছেন। কিন্তু রিনা দেবীর পরিবার অবৈধভাবে জমিটি দখল করে আসছে। রিনা দেবীর পরিবারকে সেখান থেকে চলে যেতে বললেও তারা কথা শুনছে না। আজ সকালে তিনি নিজেদের জমিতে গিয়েছিলেন। সেখানে কোনো দখলের চেষ্টার ঘটনা ঘটেনি।

সিলেট শাহপরান থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2022
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..