সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৩
ক্রাইম সিলেট ডেস্ক: নগরীর বন্দরবাজারস্থ লালবাজার এয়কায় হোটেল লাভলী থেকে শাহেদ মোশাররফ (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শাহেদ মোশারফ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার টিলাগাঁও মিয়া পাড়া এলাকার আব্দুল করিমের ছেলে।
অদ্য শুক্রবার বেলা আড়াইটার দিকে নগরের লালবাজার লাভলী হোটেলের ২৫ নং কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে পুলিশ জানায়, শাহেদ মোশারফ ওই হোটেলে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। তিনি যক্ষার রোগে আক্রান্ত ছিলেন এবং এই রোগের চিকিৎসার বিভিন্ন কাগজও উদ্ধার করেছে পুলিশ।
বন্দর বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও এসআই সাজেদুল করিম সরকার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতার কারণে ওই যুবক মারা গেছেন। সুরতহাল শেষে মরদেহ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।
হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে তিনি বলেন, শুক্রবার সকাল থেকে শাহেদের শারীরিক অবস্থার অবনতি হয়। জুমার নামাজের পর হোটেলের ২৫ নম্বর কক্ষে তাকে মৃত দেখে কোতোয়ালি মডেল থানায় খবর দিলে তারা মরদেহ উদ্ধার করেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd