সিলেট ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৩
ক্রাইম সিলেট ডেস্ক : বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘একতারা’ প্রতীকে লড়ছেন হিরো আলম। আপাতত ভোটের প্রচারে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন তিনি। তার বাবা আবদুর রাজ্জাকও থেমে নেই। ছেলের প্রচারণায় এলাকার বিভিন্ন জায়গায় বাইক নিয়ে ছুটে বেড়াচ্ছেন তিনি।
প্রচার-প্রচারণার ক্ষেত্রে নানান সময়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তিনি। সম্প্রতি এমপি হয়ে গেলে ঠিক কি করবেন তিনি এ প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘আগে এমপি হওয়ার ইচ্ছা, পরে সুযোগ পেলে মন্ত্রী হব। এমপি হলে চলচ্চিত্র জগতেও নেতৃত্ব দিতে পারব।’
তিনি আরও বলেন, ‘বগুড়ায় টিভি সেন্টার বানাব। বগুড়ার কাহালুর বেতার কেন্দ্রটি পূর্ণাঙ্গভাবে চালু করব। দরিদ্র শিল্পীদের সহায়তা দেব। বগুড়ার প্রতিভাবান শিল্পীদের নানা ক্ষেত্রে সুযোগ তৈরি করে দেব।’
এ ছাড়া আরও নানান প্রসঙ্গ নিয়ে কথা বলতে গিয়ে হিরো আলম জানান, মনে আনন্দ আছে বলেই ভোটে লড়ছি। ভোটে হার-জিত থাকবেই, চিন্তা কীসের? ভক্তরা আছে বলেই আজ আমি হিরো আলম।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, যারা ভোটার আছেন, তারা অবশ্যই আমাকে ‘একতারা’ মার্কায় ভোট দেবেন। আপনাদের দোয়ায় আমি এমপি হয়ে আসলে অবশ্যই এখানকার উন্নতির চেষ্টা করব।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd