সিলেট ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৯
স্টাফ রিপোর্টার : গোলাপগঞ্জ থানার বাদেপাশা ইউনিয়নের ডেপুটি বাজারে দোকান কর্মচারীকে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে। খবর নিয়ে জানা যায়, বাদেপাশা গ্রামের সফিক মিয়ার ছেলে সামি দীর্ঘ ৩ বছর ধরে শরিফ উদ্দিনের দোকানে কর্মচারী হিসেবে নিয়োজিত ছিল। গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়িতে ফেরার পথে এ ঘটনা ঘটে। এ বিষয়ে নিহতের পিতা সফিক মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, একই এলাকার মানিক মিয়ার ছেলে খালেদ আহমদ দীর্ঘদিন থেকে তার ছেলেকে তার দোকানে কাজ করার জন্য বলিতেছে। এ বিষয়ে তার ছেলের সাথে খালেদের একাধিক বার কাটাকাটি হয়। এরই সূত্র ধরে তার ছেলেকে হত্যা করা হয়। এঘটনায় তিনি গোলাপগঞ্জ থানায় ৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন খালেদ আহমদ, রুকন উদ্দিন, কামরুল আমিন, শোয়েব আহমদ এবং শিবলু মিয়া সহ অজ্ঞাতনামা ৪-৫ জন।
ঘটনার বিষয়ে গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকান্ড। নিহতের পিতা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd