সিলেট ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৩
ক্রীড়া ডেস্ক: মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স। তার পরেও দলটি চিন্তা মুক্ত থাকতে পারছে কই? অধিনায়ক মাশরাফির ইনজুরি দুশ্চিন্তায় ফেলেছে তাদের। বাংলাদেশের সাবেক অধিনায়ক বিপিএলের সর্বশেষ ম্যাচটি খেলতে পারেননি। তার অনুপস্থিতিতে মুশফিক নেতৃত্ব দিলেও জয় বঞ্চিত ছিল সিলেট। গ্রুপ পর্বের শেষ ম্যাচেও তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
বুধবার খুলনা টাইগার্সের মুখোমুখি হবে সিলেট। প্রথম কোয়ালিফায়ার খেলতে হলে ম্যাচটি তাদের জিততেই হবে। এক্ষেত্রে মাশরাফির মতো প্রেরণদায়ী একজনকে ভীষণ প্রয়োজন। নাহলে টেবিলের তিন নম্বরে চলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে।
এমনিতে দুই পাকিস্তানি ক্রিকেটার ইমাদ ওয়সিম ও মোহাম্মদ আমিরকে হারিয়ে বোলিং আক্রমণে ধার কমে গেছে। নতুন করে মাশরাফিকে পাওয়া না গেলে নিশ্চিত ভাবেই পিছিয়ে পড়বে শিরোপা প্রত্যাশী সিলেট। কিন্তু ওই ম্যাচে মাশরাফিকে পাওয়া যাবেই, এমনটা নিশ্চিত করে বলতে পারছে না দলটির ব্যাটিং কোচ তুষার ইমরান।
সোমবার মিরপুর শেরে বাংলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কোচ বলেছেন, ‘মাশরাফি আগামী ম্যাচে অনিশ্চিত। ফিজিওর সিদ্ধান্তের ওপর তার খেলা নির্ভর করবে। তবে আশা করছি, সামনের ম্যাচে না পেলে কোয়ালিফায়ারে আমরা মাশরাফিকে পাবো।’
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd