সড়ক ও জনপথ অধিদপ্তর সুনামগঞ্জের এসও (সেকশন অফিসার) রমজান আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিচয় এখনো জানা যায়নি। তিনি জানান, নিহতদের উদ্ধারের চেষ্টা চলছে। রাতে সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিস এসে নিহতদের উদ্ধারের চেষ্টা চালায়। তবে, তারা সফল হয়নি। সকাল ১০টায় তিনি জানান, লাফার্জ থেকে ক্রেন এনে দুর্ঘটনা কবলিত ট্রাক এবং ভেতরে থাকা লোকজনকে উদ্ধারের চেষ্টা চলছে।
দোয়ারাবাজার থানার ওসি সুশীল সেন জানান, স্লইস গেইট নির্মাণের মালামাল ভর্তি একটি ট্রাক নিয়ে ছাতক-দোয়ারাবাজার সড়কের লক্ষীবাউর ব্রীজটি দেবে যায়। এতে ঘটনাস্থলে দুই জন নিহত হয়। আহত হয়েছে একজন। ব্রীজটি ধসে পড়ায় ছাতকের সাথে সুনামগঞ্জের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সওজ কর্মকর্তারা দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে। তিনি জানান, ঘটনাস্থল ছাতকে পড়েছে।