সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কয়েকটি স্থানে পাগলা কুকুরের কামড়ে ৬ জন ব্যক্তি আহত হয়েছে।
বৃহস্পতিবার পৌর এলাকার ইসহাকপুর, ভবানীপুর, উপজেলার পাটলী ও হাড়গ্রাম গ্রামে পাগলা কুকুরের কামড়ে আহতের ঘটনা ঘটে।
আহতরা হলেন- জগন্নাথপুর পৌরসভার ইসহাকপুরের শুকুর আলী (৪০), ভবানীপুরের তারেক মিয়া (৭) পাটলী গ্রামের সুহেল মিয়া (৪৪) ও হাড়গাঁও গ্রামের দেলোয়ার মিয়া (৩৬)। অপর দুই আহতের নাম জানা যায়নি।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক মুগ্ধ তালুকদার জানান, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুকুরের কামড়ে আহত ৬ জনকে আমরা চিকিৎসা প্রদান করেছি।
এদিকে, জগন্নাথপুর পৌরসভাসহ উপজেলার বিভিন্ন গ্রামে কুকুর আতঙ্ক দেখা দিয়েছে। এসব বেওয়ারিশ কুকুর নিধনে সংশ্লিষ্টদের কার্যকরী পদক্ষেপ গ্রহনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd