জনসেবাকে ইবাদত মনে করে আমৃত্যু মানুষের সেবা করতে চাই: মজিদ খাঁন

প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৩

জনসেবাকে ইবাদত মনে করে আমৃত্যু মানুষের সেবা করতে চাই: মজিদ খাঁন

আজমিরীগঞ্জ সংবাদদাতা: বর্তমান সরকারের আমলে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তিসহ সর্বক্ষেত্রে রেকর্ড পরিমাণ উন্নয়ন হয়েছে। দেশ আজ ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হওয়ার পথে। এর কারিগর হচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনারা নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত করেছেন। এজন্য আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ। আর এই কৃতজ্ঞতা বোধ থেকেই দিনরাত পরিশ্রম করছি আপনাদেরই জন্য। জনসেবাকে ইবাদত মনে করে আমৃত্যু মানুষের সেবা করে যেতে চাই। আমাকে সংবর্ধনা দিয়ে আপনারা সম্মানিত করেছেন এজন্য আপনাদের কাছেন কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

 

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের রাহেলা গ্রামবাসীর উদ্যোগে হবিগঞ্জ-২ (আজমিরীগঞ্জ -বানিয়াচং) আসনের টানা তিন বারের নির্বাচিত সংসদ সদস্য এবং হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এমপি আব্দুল মজিদ খাঁনকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এডভোকেট আব্দুল মজিদ খাঁন এমপি এইকথা বলেন।

 

 

রাহেলা গ্রামের মুরুব্বি মো. মোস্তফা মিয়ার সভাপতিত্বে ও ফিরোজ আলমের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মর্তুজা হাসান, আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিছবাহ উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মনোয়ার আলী, জেলা আওয়ামী লীগের সদস্য জনাব নাজমুল হাসান, জেলা পরিষদের সদস্য ফেরদৌস মিয়া।

 

 

সংবর্ধনা সভায় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মতিউর রহমান, বনিয়াচং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী সরকার, বদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুষেনজিৎ চৌধুরী, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল হোসেন মোবারুল, শিবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলিউর রহমান তালুকদার, বানিয়াচংয়ের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদ আলী, চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, চেয়ারম্যান হাফেজ শামরুল ইসলাম, ইউনিয়ন চেয়ারম্যান তাজুল ইসলাম, আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক শিবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তকছির মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক ডা. লোকমান মিয়া, আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক বাবলু রায়, বানিয়াচং উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুল ইসলাম জুয়েল, বনানী থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ গাজী, আজমিরিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তোফাজ্জল আহমেদ অনিক,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি টিপু সুলতান, সাবেক সাধারণ সম্পাদক আমীর হোসেন প্রমুখ।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2023
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

সর্বশেষ খবর

………………………..