সিলেট ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজার সদর থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশের বিশেষ অভিযানে ১ বছরের সাজাপ্রাপ্ত সাধন সুত্রধর ও সাইফুর রহমান নামে দুই পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে ওই আসামিদের গ্রেফতার করা হয়।
জানা যায়, গোপন সাংবাদিকদের ভিত্তিতে পুলিশ জানতে পারে শেরপুর বাজার এলাকায় সাজাপ্রাপ্ত এক আসামি অবস্থান করছে। তাৎক্ষণিক শেরপুর ফাঁড়ি পুলিশের এসআই শাহ আলম ও এএসআই মোশাহিদ কামাল সঙ্গীয় ফোর্সসহ শেরপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে নবীগঞ্জ উপজেলার দীঘর ব্রাহ্মণগ্রামের এর মৃত. রাজেন্দ্র সূত্রধরের ছেলে সাধন সুত্রধরকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানায়, গ্রেফতার হওয়া আসামি সাধন সূত্রধরের বিরুদ্ধে এনআই এক্ট আইনের ১৩৮ ধারায় ১ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৪ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ রয়েছে।
অপরদিকে একই দিনে ফাঁড়ি পুলিশের এএসআই মোশাহিদ কামাল ও সঙ্গীয় ফোর্সসহ আরেক অভিযান পরিচালনা করে- সাইফুর রহমান নামে সাজাপ্রাপ্ত অন্য আরেক আসামিকে গ্রেফতার করেছেন।
গ্রেফতারকৃত সাইফুর রহমান মৌলভীবাজার সদরের সাধুহাটি গ্রামের মছদ্দর মিয়ার ছেলে।
সাইফুরের বিরুদ্ধে ২০১৬ সালের মৌলভীবাজার সদর থানার একটি মামলায় পেনাল কোডের ৩২৪ ধারায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ রয়েছে বলে ফাঁড়ি পুলিশের এসএসআই মোশাহিদ কামাল নিশ্চিত করেছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd